লেখিকা_রুবিনা আক্তার রুবি
আমি যেমন তেমন ভালো
তার চেয়ে আর ভালো,
কি দরকার আছে বলো!!
গুচিয়েছি সব আধাঁর কালো।
দিনের আলো,রাতের কালো
কোনটা যে বেশি ভালো,
বুঝিনা তো আর ভালো!!
যেমন আছি তাই ভালো।
খুব কি বেশি ভালো?
আছি বেশ চলছে ভালো।
সব নিয়ে সুখের আলো,
গুচিয়েছি সব আধাঁর কালো।
খুব কি সুখী বলো?
সুখের কি নাই বলো।
সুস্থ আছি তাই ভালো,
মন্দ তো দেখিনা বলো।
সব বাদ দিয়ে বলো,
সত্যি কি আছ ভালো?
ভালো থাকার উপায় বলো,
যেমন আছি তেমনই ভালো!
লেখিকা পরিচিতিঃ
বানিয়াচং উপজেলার অন্তর্ভুক্ত ১নং উত্তর -পূর্ব ইউনিয়নের স্হায়ী বাসিন্দা রুবিনা আক্তার রুবি। বর্তমানে তিনি বানিয়াচং উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।