ব্রিটেনের রাজদণ্ডের হীরাটি ফেরত চাইছে দক্ষিণ আফ্রিকা South Africans want world largest diamond returned from Queen Elizabeth crown jewels

ব্রিটেনের রাজদণ্ডের হীরাটি ফেরত চাইছে দক্ষিণ আফ্রিকা

Generic placeholder image
  Ashfak

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যাওয়ার পর থেকেই রাজদণ্ডে থাকা বিশ্বের সবচেয়েবড় স্বচ্ছ হীরাটিফেরত চাইছে দক্ষিণ আফ্রিকা দিন দিন দাবি বাড়ছে

হীরাটি ফেরত এনে দক্ষিণ আফ্রিকার জাদুঘরে রাখার দাবি করেছেন দেশটির জনগণ দাবিতে একটি আবেদনে এরই মধ্যে হাজারেরও বেশি মানুষ সই করেছে

আবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার জনগণ বিশ্বাস করে হীরাটির প্রকৃত মালিক তারা

হীরাটি দ্য গ্রেট স্টার অব আফ্রিকা  বা  কুলিনা হীরা নামে পরিচিত ১৯০৫ সালের ২৬ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার খনিতে পাওয়া যায় এটি খনির তৎকালীন চেয়ারম্যান থমাস কুলিনানের নামানুসারে হীরাটির নামকরণ করা হয় পরবর্তীতে হীরাটি  দ্য গ্রেট স্টার অব আফ্রিকা নামেও পরিচিতি পায় বর্তমান বাজারমূল্যে হীরাটির তখন দাম ছিল ২১ মিলিয়ন ডলার রাজা এডওয়ার্ড সপ্তমকে জন্মদিনের উপহার হিসেবে হীরাটি ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয় দক্ষিণ আফ্রিকা তখন ব্রিটিশ কলোনির অংশ ছিল

হাজার ১০৬ ক্যারেট ওজনের হীরাটির দৈর্ঘ্য ছিল ১০. সেন্টিমিটার এবং প্রস্থ .৩৫ সেন্টিমিটার পরে ওই হীরক খণ্ডটিকে ৯টি টুকরো করা হয় সবচেয়ে বড় টুকরোটির ওজন ৫৩০ ক্যারেট, যা এখন শোভা পাচ্ছে রাজদণ্ডে

এদিকে, রানির মৃত্যুর পর থেকে রাজপরিবারের মালিকাধীন রত্ন পাথর, যেগুলো দক্ষিণ আফ্রিকার খনি থেকে পাওয়া; সেগুলো নিয়ে দেশটির বিভিন্ন গণমাধ্যমে বিতর্ক চলছে

আরও পড়ুনঃ যে কারনে চীনা প্রতিনিধিদের রানির কফিন দেখতে দেওয়া হবে না

আফ্রিকান ট্রান্সফরমেশন মুভমেন্ট (এটিএম) এমপি ভুয়ো জুঙ্গুলা বলেন, দক্ষিণ আফ্রিকার কমনওয়েলথ থেকে বেরিয়ে আসা উচিত ব্রিটেনের কাছ থেকে ক্ষতিপূরণের দাবি জানিয়ে তিনি বলেন, ব্রিটিশরা আমাদের যত হীরা, রত্ন পাথর, সোনা চুরি করেছে সেগুলো ফেরত চাই সেইসঙ্গে নতুন সংবিধান প্রবর্তনের দাবি জানিয়ে বলেনমেগনা কার্টা নয় নতুন সংবিধান হবে জনগণের চাওয়ার ওপর ভিত্তি করে

উল্লেখ্য, রাজদণ্ড হলো রাজকীয় চিহ্ন হিসেবে শাসক রাজার হাতে থাকা একটি দণ্ড রূপকভাবে, এর অর্থ রাজকীয় বা সার্বভৌমত্ব

সূত্র : সিএনএস, ইয়াহু নিউজ

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)