হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিশ্বপ্রবাসী উপজেলা কল্যাণ পরিষদের উদ্যোগে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
(৭ ডিসেম্বর) রোজ মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় “মানবতার টানে, ভালোবাসার বন্ধনে” এই শ্লোগানকে কেন্দ্র করে বিশ্বপ্রবাসী বানিয়াচং উপজেলা কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সাগরের পরিচালনায় এবং উক্ত সংগঠনের নির্বাহী সভাপতি এ,এইচ,খান এনামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা ব্যারিষ্টার মোঃ এনামুল হক।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী প্রবাসী কল্যাণ পরিষদের সকল সদস্যদের এমন উদ্যোগ কে ধন্যবাদ জানান।পাশাপাশি যারা সুদূর প্রবাস থেকে বানিয়াচংয়ের গরীব- অসহায়দের পাশে দাঁড়িয়েছেন তাদের নেক হায়াত কামনা করেন।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ বশির আহমদ,বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ মিয়া, প্রবাসী কল্যাণ পরিষদের সহ-সভাপতি সখিনা খাতুন সখি প্রমুখ।
তাছাড়া উক্ত সভায় উপস্থিত ছিলেন জার্মান প্রবাসী সালমা রেজা, বিশিষ্ট সমাজসেবক শাহেদ আলী,আকাশ টিভির জেলা প্রতিনিধি রিতেশ কুমার বৈষ্ণব, আজকের পত্রিকার বানিয়াচং প্রতিনিধি হৃদয় খান,দৈনিক আমার হবিগঞ্জের বানিয়াচং প্রতিনিধি শেখ সজীব হাসান প্রমুখ।
উল্লেখ্য বিশ্বপ্রবাসী বানিয়াচং উপজেলা কল্যান পরিষদের মাধ্যমে উপজেলায় অন্তর্ভুক্ত মোট ৪৫ জন অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
হৃদয় খান,বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি