প্রায় দেড় মাস টানা বন্যায় নিমজ্জিত থাকার পর চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে এর উন্নতি হতে থাকে। ক্রমেই বন্যামুক্ত হতে থাকে বিভিন্ন জেলা। বিপৎসীমার নিচে নামতে থাকে নদ-নদীর পানি।
বন্যা আক্রান্ত জেলা শূন্যে নেমে আসলেও বিপৎসীমার ওপরে থাকে বেশ কয়েকটি স্টেশনের পানি। সর্বশেষ ৩ টি স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে বইছিল পানি।
তবে ফের বাড়তে শুরু করেছে বিভিন্ন নদ-নদীর পানি। আরও একটি স্টেশনে বিপৎসীমার ওপরে উঠেছে পানি। ফলে মোট ৪ টি নদীর ৪ টি স্টেশনে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সেগুলো হলো-গুড় নদীর সিংড়া পয়েন্টে ৮ সেন্টিমিটার, বাঘাবাড়ি নদীর আত্রাই অংশে ১ সেন্টিমিটার, ধলেশ্বরীর এলাসিন পয়েন্টে ১২ সেন্টিমিটার এবং পদ্মার গোয়ালন্দ পয়েন্টে বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
৪ টি নদীর পানি ৪টি স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার তথ্য রোববার (১৬ আগস্ট) পাওয়া যায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে।
আরও পড়ুনঃ জেএসসি-এইচএসসি নিয়ে বিভ্রান্তি দূর করতে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি
তারা আরও বলছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি বাড়ছে। তবে আগামী ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি স্থিতিশীল থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। উত্তর-পূর্বাঞ্চলের উজান মেঘনা অববাহিকার অধিকাংশ নদীর পানি বাড়ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।