পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. মাসুদ গাজী (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মাসুদ ইন্দুরকানী উপজেলার সদর ইউনিয়নের সেউতিবুনিয়া গ্রামের আলতাফ গাজীর ছেলে।
শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২১ জুলাই) ওই স্কুলছাত্রীকে বাড়িতে একা পেয়ে জোর করে মাসুদ তাকে ধর্ষণ করেন। পরে ওই স্কুলছাত্রীর চিৎকার শুনে তার মা বাড়িতে এলে তাকে মারধর করে মাসুদ পালিয়ে যান।
এ ঘটনা কাউকে না বলার জন্যও স্কুলছাত্রীর মা-বাবাকে হুমকিও দেন মাসুদ। এমনকি স্কুলছাত্রীর পরিবার যাতে মামলা করতে যেতে না পারে সেজন্য মাসুদ লোকজন নিয়ে পাহারা দেন।
পরে শুক্রবার দুপুরে স্থানীয়দের সহযোগীতায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে ইন্দুরকানী থানায় ধর্ষণের অভিযোগে মাসুদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুনঃ ডিবি থেকে সাহেদকে র্যাবের কাছে হস্তান্তর
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ধর্ষণে অভিযোগের ভিত্তিতে মাসুমকে গ্রেফতার করা হয়েছে। স্কুলছাত্রীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হবে।