নবাব পরিবারে আবারও এক নতুন অতিথির আগমনের সংবাদে চারপাশে এখন খুশির জোয়ার বইছে। অভিনেত্রী কারিনা কাপুর সাইফ আলিকে পাশে বসিয়ে সকলকে এই সুখবর দিয়েছেন যে তিনি ফের মা হতে চলেছেন। অর্থাৎ এতদিন তাদের ছেলে তৈমুর আলি খান সবচেয়ে খুদে সদস্য ছিল পরিবারের, এবার তার থেকেও খুদে কেউ আসতে চলেছে।
কারিনা কাপুর এবং সাইফ আলি খান বলেন, ‘আমরা আমাদের পরিবারে একজন নতুন সদস্যের আসার অপেক্ষায় দিন গুণছি। আপনাদের এই খবর জানাতে পেরে আমরা সত্যিই খুব আনন্দিত। শুভ কামনার জন্যে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।’
কারিনা কাপুর যে ফের গর্ভবতী হয়েছেন সে কথা শুধু নবাব পরিবার এবং তাদের ঘনিষ্ঠ বন্ধুরাই জানতেন। খুব শিগগিরই লাল সিং চাড্ডার শুটিং শুরু করার কথা ছিল কারিনা কাপুরের। তার মধ্যেই এই সংবাদ। তবে এর আগেও যখন তাদের সংসারে তৈমুর আলি খান এসেছিল, তখনও কিছুদিনের জন্য কারিনা কাপুর নিজেকে বলিউডের শুটিং সফর থেকে দূরে সরিয়ে রাখলেও পরে আবার ফিরে আসেন।
আরও পড়ুনঃ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্ত!
কারিনা কাপুর এবং সাইফ আলি খান ৫ বছর ডেটিং করার পরে ২০১২ সালের ১৬ অক্টোবর বিয়ে করেন। এরপর ২০১৬ সালে কারিনার কোলে আসে প্রথম সন্তান অর্থাৎ তৈমুর আলি খান।
সূত্র : এনডিটিভি