সাতক্ষীরায় পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে শরিফুজ্জামান (২২) নামের এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে শহরের কাশেমপুর এলাকার একটি ছাত্রাবাস থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত শরিফুজ্জামান (২২) কলারোয়া উপজেলার রাজনগর গ্রামের শেখ ওহিদুজ্জামানের ছেলে। তিনি সাতক্ষীরা পলিটেকনিক কলেজের ছাত্র।
এদিকে অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, শনিবার বিকেলে শিশুটি তাদের বাড়ির পাশে খেলা করছিল। এ সময় শরিফুজ্জামান তাকে ফুসলিয়ে ছাত্রাবাসে তার রুমে নিয়ে ধর্ষণ করে।
আরও পড়ুনঃ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা, মৃত নবজাতককে নিয়ে থানায় কিশোরী মা
শিশুটি বাড়ি ফিরে ঘটনাটি তার মা-বাবাকে জানালে তারা রাতে ধর্ষক শরিফুজ্জামানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পরে গভীর রাতে কাশেমপুর এলাকার অন্য একটি ছাত্রাবাস থেকে তাকে গ্রেফতার করা হয়। শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছে।