প্রশাসনের নাকের ডগায় ফের অবৈধভাবে কৃষি জমি ভরাট হচ্ছে


গাজীপুরের কালিগঞ্জ উপজেলার শিমুলিয়ায় বেলাই বিলে হাইকোর্টের আদেশ অমান্য করে নর্থ সাউথ হাউজিং কোম্পানি নামক আবাসন প্রকল্পের অবৈধভাবে কৃষি জমি ভরাটের সংবাদটি প্রচার করা হয়।
গত ২৫ আগষ্ট রাত ১২.৪৫ মিনিটে নর্থ সাউথ হাউজিং কোম্পানিতে রাতের আধারে ড্রেজার দিয়ে বালি ভরাটের সময় হাতে নাতে বালি ভরাট করতে দেখতে পায় মোবাইল কোর্ট।পরবর্তীতে ড্রেজারের ৬ কর্মীকে আটক করে ৭ দিনের জেল প্রদান করে।
এছাড়াও ভরাট কাজে ব্যবহৃত কয়েকটি পাইপ বিনষ্ট করা হয় এবং আলামত হিসেবে কিছু পাইপ জব্দ করা হয়। এ সময় ভরাট কাজে ব্যবহৃত অন্যান্য সব পাইপ সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।
ঘটনা অতিবাহিত হওয়ার ৫ দিনের মাথায় প্রশাসনকে ম্যানেজ আবারও নর্থ-সাউথ গ্রুপের বালি ভরাট কার্যক্রম শুরু করে ।
এ বিষয়ে গাজীপুর সদর থানার ওসি জানান ,বিষয়টি তিনি অর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন পরবর্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন।
যদিও ঘটানস্থলটির বেশির ভাগ এলাকাই কালিগঞ্জ থানাধীন কিন্তু এতদিন প্রশাসনের নাকের ডগায় কিভাবে বিলের বেশকিছু জায়গা বালি দিয়ে ভরাট করে ফেলে তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
গ্রামবাসীর অভিযোগ প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় এমনটা হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
