করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ জনাব মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) করোনাভাইরাস মোকাবেলায় পুলিশের পক্ষ থেকে ২০ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করেন।।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি জনাব মোহা: শফিকুল ইসলাম বিপিএম (বার) এসময় উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে ৫ এপ্রিল ২০২০, রোববার সন্ধ্যায় গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডঃ আহমদ কায়কাউস অনুদানের চেক গ্রহণ করেন।
আরও পড়ুনঃ পরিচয় গোপন রেখেই সাহায্য করছে গুলশানের ডিসি সুদীপ কুমার