কক্সবাজারের টেকনাফে পাল্টাপাল্টি ছুরিকাঘাতে জামাই ও শাশুড়ির মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকালে টেকনাফ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইসলামাবাদ ধুমপ্রাংবিল এলাকায় এই ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন টেকনাফ পৌরসভার ইসলামাবাদ ধুমপ্রাংবিল এলাকার মৃত ছৈয়দ হোসেনের ছেলে সোনা মিয়া (৩২) ও তার শাশুড়ি মৃত নবী হোসেনের স্ত্রী তাহামিনা (৪৫)।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা জানান, ছুরিকাঘাতের বিষয়ে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় এখনও কোনও পক্ষ অভিযোগ দেয়নি।
প্রতক্ষ্যদর্শীরা জানান, কথা কাটাকাটির একপর্যায়ে শাশুড়িকে ছুরিকাঘাত করে জামাই। এরপর শ্যালক জাকির (১৬) এসে দুলা ভাই সোনা মিয়াকে ছুরিকাঘাত করে।
আরও পড়ুনঃ প্রেমিককে গাছে বেঁধে স্কুলছাত্রী প্রেমিকাকে গণধর্ষণ
পরে প্রতিবেশী ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
সন্ধ্যার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জামাই ও শাশুড়ি মারা যান।