নড়াইল প্রেসক্লাবের স্বরণিকা অভিযাত্রার প্রকাশনা উৎসব

নড়াইল প্রেসক্লাবের স্বরণিকা অভিযাত্রার প্রকাশনা উৎসব

Generic placeholder image
  Ashfak

নড়াইল প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্বরণিকা ’অভিযাত্রা’র প্রকাশনা উৎসব এবং প্রেসক্লাবের নব নির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১টায় প্রেসক্লাব কমপ্লেক্সে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ টেলিভিশনের নড়াইল সংবাদদাতা ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল কবীর টুকু।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহিদ পারভেজ,অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া,স্থানীয় সরকার প্রকৌশল  অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিশ^জিৎ কুমার কুন্ডু,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন,নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা,চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ হাসানুজ্জামান,নড়াইল প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী,সাধারন সম্পাদক মীর্জা নজরুল ইসলাম,সাবেক সাধারন সম্পাদক শামীমূল  ইসলাম টুলু। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইকবাল  হাসান, নড়াইল প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)