রাজধানীর সোনারগাঁও হোটেলের দ্বিতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। তবে হোটেলের পেছনের সৌদিয়া এয়ারলাইনসের কার্যালয় পুড়ে ছাই হয়েছে।
সোমবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় অগ্নিকাণ্ডে ক্ষতি হয়েছে পূবালী ব্যাংকের সোনারগাঁও শাখারও।
জানা যায়, রাজধানীর অভিজাত এই হোটেলটির পেছনের দিকের অংশে প্রথমে আগুন লাগে। আগুনের ধোঁয়ায় চারদিক অন্ধকার হলে এসময় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে খবর পেয়ে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। আধাঘণ্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আসে।
তবে এর আগেই পেছনের দিকে নীচ তলায় সৌদিয়া এয়ারলাইনসের কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতি হয় পূবালী ব্যাংকের সোনারগাঁও শাখারও।
আরও পড়ুনঃ স্কুল পালিয়ে বয়ফ্রেন্ডদের সাথে আড্ডা, অভিভাবকদের জানালো পুলিশ
গণমাধ্যমকে ফায়ার সার্ভিসের (ঢাকা) সহকারী পরিচালক সালেহ উদ্দিন জানান, আগুনে বেশ ক্ষতি হলেও তাৎক্ষণিকভাবে পরিমাণ ও আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।