রাজধানীর কদমতলীতে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা তার বাবা আজাদ মিয়াকে আটক করেছে পুলিশ।
তবে শিশুটির মায় দাবি করে মেয়েটির বাবা ধর্ষক নয়। অপরদিকে গ্রেপ্তারকৃত আজাদ মিয়া ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে।
ধর্ষণের শিকার মেয়েটির মা বলেন, তিনি ছোট মেয়েকে নিয়ে মুন্সিগঞ্জে পীরের দরবারে যান। বাসায় এসে দেখেন তার মেয়ে অসুস্থ। তার বাবা মেয়ের হাতে পায়ে তেল মালিশ করছে এবং স্যালাইন খাওয়াচ্ছে।
আরও পড়ুনঃ৪ শিশুকে পালাক্রমে ধর্ষণ করল ৫৫ বছরের বৃদ্ধা
শিশুটির মায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলার তদন্ত করছেন এসআই সোহাগ। তিনি জানান, পীরের দরবার থেকে আগেই বাসায় চলে আসে আজাদ মিয়া।
সে নিজেই মেয়েকে ধর্ষণ করে ঘটনা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করে। কথা বার্তা সন্দেহজনক হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে।