প্রথম সবকিছুই বিশেষ। তাই প্রথম কেনা গাড়ির কথা ভুলতে পারেননি গাড়িপ্রেমী শচীন টেন্ডুলকার। গাড়িটি ফিরে পেতে ভক্তদের সহায়তাও চেয়েছেন ভারতীয় এ ব্যটিং কিংবদন্তী।
পেশাদার ক্রিকেটে প্রবেশের পর শচীন টেন্ডুলকার নিজের টাকায় প্রথম একটি মারুতি ৮০০ গাড়ি কিনেছিলেন।
ইন দ্য স্পোর্টলাইট অনুষ্ঠানে শচীন বলেন, আমার প্রথম গাড়ি ছিল একটি মারুতি ৮০০। দুর্ভাগ্যের বিষয় হল, গাড়িটি এখন আর আমার কাছে নেই।
গাড়িটি নিজের কাছে ফিরিয়ে আনতে পারলে খুব ভালো লাগবে। সুতরাং, আমার কথা যারা শুনছেন, যদি কারো জানা থাকে গাড়িটি কার কাছে রয়েছে, নিঃসংকোচে আমার সঙ্গে যোগাযোগ করবেন।
শচীনের গ্যারেজে বেশ কিছু গাড়ি আছে। তারপরও নিত্য নতুন মডেলের গাড়ি কেনেন তিনি, চালিয়ে দেখেন। গাড়ির প্রতি কীভাবে এত দুর্বলতা তৈরি হল তা জানাতে গিয়ে শচীন বলেন, আমাদের বাড়ির সামনে একটা বড় ওপেন ড্রাইভ মুভি হল ছিল।
আরও পড়ুনঃধোনির এই কীর্তি আজীবন অক্ষত থাকবে,গাম্ভীরের বাজি !
সেখানে লোকেরা গাড়ি পার্ক করে সিনেমা দেখতেন। আমি আর দাদা বারান্দায় দাঁড়িয়ে গড়ি দেখতাম তখন।