জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় এবং কর অঞ্চল-নারায়ণগঞ্জের ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ জেলা ও মুন্সীগঞ্জ জেলার শীর্ষ করদাতাদের সম্মনানা ও সনদপত্র প্রদান করলো কর অঞ্চল-নারায়ণগঞ্জ।
সর্বোচ্চ ও দীর্ঘ সময়ে আয়কর প্রদান করে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কারার জন্য এই সম্মাননা প্রদান করা হয়। নারয়ণগঞ্জস্থ জেলার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সম্মেলন কক্ষে এই সম্মাননা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল। সম্মনানা ও সনদপত্র প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কর অঞ্চল- নারায়ণগঞ্জ কর কমিশনার অনিমেষ রায়।
উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য হোসনে আরা বাবলী, নারাণগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি মো. মোর্শেদ সারোয়ার।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ জেলা এবং মুন্সীগঞ্জ জেলার ২০২০-২০২১ করবর্ষে সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতা, সর্বোচ্চ আয়কর প্রদানকারী মহিলা করদাতা, সর্বোচ্চ কর প্রদানকারী তরুন করদাতা (৪০ বছর বয়সের নীচে) সহ ০৪ (চার) টি ক্যাটাগরিতে সর্বমোট ২১ জন করদাতাকে সম্মননা ও সনদপত্র প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্ত করদাতাদের মধ্য থেকে কাসেম জামাল, অজয় কিশোর মেদক, মোঃ আবুল কালাম আজাদ, আশ্রাফুর রহমান, মোঃ ইউনুস আলী, মোঃ আল আমিন এবং ননি গোপাল মন্ডল তাদের অনুভূতি প্রকাশ করেন।
উল্লেখ্য যে, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় কর অঞ্চল-নারায়ণগঞ্জ প্রতিবছর দীর্ঘ সময় আয়কর প্রদানকারী, সর্বোচ্চ আয়কর প্রদানকারী, মহিলা ও তরুণ সর্বোচ্চ আয়কর প্রদানকারীদের সম্মাননা দিয়ে আসছে।
সোহেল আহমেদ ভূঁইয়া,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি