নাকফুল কান্ডঃ শাকিবকে নিয়ে চলছে দুই স্ত্রীর খোঁচাখুঁচি

নাকফুল কান্ডঃ শাকিবকে নিয়ে চলছে দুই স্ত্রীর খোঁচাখুঁচি

Generic placeholder image
  Ashfak

দীর্ঘদিন ধরে শাকিবের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে বুবলীর তাদের মধ্যে বিচ্ছেদের জল্পনাও চলছিল তবে জন্মদিন ঘিরে দুজনের সম্পর্কে বরফ গলার ইঙ্গিত পাওয়া গেছে 

এবারের জন্মদিনে স্বামীর কাছ থেকে দামি উপহার পেয়েছেন বুবলী জন্মদিনে বুবলী জানান, এবার জন্মদিন উপলক্ষ্যে ছেলে শেহজাদ খান বীরের বাবার কাছ থেকে ডায়মন্ডের নাকফুল উপহার পেয়েছেন তিনি

তিনি জানান, গত সপ্তাহে উপহার দিয়েছেন শাকিব খান তবে উপহারটি কী, তা আগে জানতেন না তিনি খোলার পর যখন হিরের নাকফুল দেখেন, তখন চোখে পানি এসেছিল তার সেটি হাতে নিয়ে আবেগপ্রবণও হয়েছিলেন এমনকি এই উপহারকে অন্যরকম ভালোবাসার বহিঃপ্রকাশ বলেও মনে করেন বলে জানান নায়িকা

বুবলীকে শাকিবের দেওয়া উপহার নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় বিষয়টি সাধারণ পাঠকের মতো তারকাদেরও চোখে পড়ে এমনকি শাকিব খানের প্রথম ছেলে আব্রাম খান জয়ের মা অপু বিশ্বাসেরও দৃষ্টিগোচর হয় সংবাদটি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন এই নায়িকা

আরও পড়ুনঃ মীর সাব্বিরকে সতর্ক করলেন সুবর্ণা মুস্তাফা

মঙ্গলবার অপু বিশ্বাস নিজের ফেসবুক পোস্টে সংবাদের লিংকটি শেয়ার করে ক্যাপশনে খোঁচা মেরে লেখেন কী যে মজা আর এর আগে জুড়ে দিয়েছেন দশটি হাসির ইমোজি, যা নিয়ে মন্তব্যের ঘরে বুবলীকে নিয়ে নানা কথা বলছেন শুভাকাঙ্ক্ষীরা তবে সেখানে কারও মন্তব্যে সাড়া দেননি অপু বিশ্বাস

প্রসঙ্গত শাকিব খান ব্যক্তিজীবনে দুই সন্তানের বাবা প্রথম ছেলে আব্রাম খান জয়, তার মা ঢালিউড কুইন অপু বিশ্বাস এবং দ্বিতীয় ছেলে শেহজাদ খান বীর, তার মা অভিনেত্রী বুবলী

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)