ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন ও দেশটির এক নম্বর টেনিস সুন্দরী সানিয়া মির্জা এবার পরস্পরের আত্মীয় হতে চলেছেন।
গত বেশ কয়েক মাস ধরে একসঙ্গে দেখা যাচ্ছে আজহারের ছেলে আসাদ ও সানিয়ার বোন আনম মির্জাকে।
দু’জনের সম্পর্কের কথাও এবার প্রকাশ্যে আসতে শুরু করেছে। জানা যাচ্ছে, আসাদ ও আনম এবার বিবাহসূত্রে আবদ্ধ হতে চলেছেন। আর সেই সূত্রে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হবেন আজহার ও সানিয়া।
বছর তিনেক আগে ২০১৬ সালের ১৮ নভেম্বর হায়দরাবাদের আকবর রশিদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন সানিয়া মির্জার বোন আনম। কিন্তু সেই বিয়ে টিকেনি। বছর দেড়েকের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেল রশিদ ও আনমের।
আরও পুড়নঃ শ্রীলঙ্কায় সর্বোচ্চ নিরাপত্তা পাচ্ছে তামিম-মুশফিকরা
তার পরই আনমের জীবনে আসেন আজহার-পুত্র আসাদ। প্রথমে বন্ধুত্ব, তার পর প্রেম। এখন সেই সম্পর্কের ভিত শক্ত হয়েছে বলে দুজনে গাঁটছড়া বাঁধতে চাইছেন।
জানা যায়, রশিদের সঙ্গে বিয়ে ভাঙার পর বিষন্ন হয়ে পড়েছিল আনম। কাজ নিয়েই থাকতেন। আসাদ জীবনে আসায় নতুন করে উদ্যম পেয়েছেন আনম। তাই দুই পরিবারের পক্ষ থেকেও এই বিয়েতে নাকি কোন আপত্তি নেই।