নওগাঁর মান্দায় পুকুরের পানিতে ডুবে মেহেদী হাসান (৫) এবং রিয়াদ হোসেন (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার কুসুম্বা ইউনিয়নের কীর্ত্তলী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা বলেন, সকালে কীর্ত্তলী গ্রামের আব্দুল মান্নানের ছেলে মেহেদী এবং রাব্বীর ছেলে রিয়াদ সবার অগোচরে বাড়ির পাশে একটি পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানি থেকে তাদেরকে উদ্ধার করা হয়।
এরপর মান্দা উপজেলা কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রহমতউল্লাহ,নওগাঁ জেলা প্রতিনিধি