ঢাকার দোহারে হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। নারিশা পশ্চিমচর কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের দক্ষিণ পাশের পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়েছে বলে মুন্সীগঞ্জের র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আটককৃতরা হলেন-ওই এলাকার আব্দুল হক মাস্টারের ছেলে মো. সজিব মাহমুদ (২৯) ও মৃত আক্তার খালাসির ছেলে মাসুদ হোসেন (৪০)।
র্যাব-১১ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমানে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
‘এ সময় তাদের দেহ তল্লাশি করে ৪০০ পুরিয়া হেরোইন, মাদক বিক্রির নগদ এক হাজার টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।’
আরও পড়ুনঃ শ্বশুর বাড়িতে যুবকের মৃত্যু,পরিবার বলছে পরিকল্পিত হত্যা
গ্রেফতার‘মাদক করাবারীরা’ দীর্ঘদিন ধরে ঢাকা জেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছে বলেও জানান তিনি।
তাদের বিরুদ্ধে দোহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।