রাজধানী ঢাকার বেশ কয়েকটি এলাকার নিম্ন আয়ের মানুষের মাঝে দৈনিক বিজয় বাংলাদেশ পত্রিকার উদ্যোগে খাবার বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (২৯ই) মার্চ সকালে বাড্ডা,রামপুরা,কমলাপুর ও টঙ্গীসহ বিভিন্ন এলাকায় নিম্ন আয়ের মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষদের মাঝে চাল, ডাল, পেয়াঁজ, তেল, আলু ও লবণসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।
করোনাভাইরাসের কারণে যে সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা মোকাবেলায় ও সাধারণ মানুষের কথা চিন্তা করে এ খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।




উপস্থিত সকলে বলেন আমরা যখন যেখানেই থাকি মানবতার কল্যাণে কাজ করবো। আশা করি আমাদের এ ক্ষুদ্র প্রয়াস দেশের সকল সংগঠন ও যুবক ভাইয়েরা উদ্বৃত্ব হবে। এবং সচেতনতা মূলক কাজে অংশগ্রহণ করবে।
এসময় দৈনিক বিজয় বাংলাদেশের নির্বাহী সম্পাদক এইচ,এম,এমদাদ উল্লাহ চৌধুরীসহ সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।





