তিতাস আবৃতি সংগঠনের ২০ বছর পুর্তি উদযাপন

তিতাস আবৃতি সংগঠনের ২০ বছর পুর্তি উদযাপন

Generic placeholder image
  Ashfak

  ব্রাহ্মণবাড়িয়ার তিতাস আবৃত্তি সংগঠনের ২০ বছর পুর্তি উৎসব সূচনাপর্ব ও ভারতীয় শিল্পীদের আবৃত্তি পরিবেশনায় আয়োজন করেছে ‘ সম্প্রীতি আবৃত্তি সূচনা সন্ধ্যা’।
 রবিবার (১২ নভেম্বর ) সন্ধ্যায় পৌর শহরের বঙ্গবন্ধু স্কয়ারে তিতাস আবৃতি সংগঠনের ২০ বছর পর্তি উৎসব শীর্ষক ওই অনুষ্ঠান হয়। 

 তিতাস আবৃতি সংগঠনের আয়োজনে ভারতীয় শিল্পীদের মধ্যে আগরতলার বৈশম্পায়ন চক্রবর্তী ও দীপক সাহা, কলকাতার বিপ্লব চক্রবর্তী, মলি দেবনাথ, অন্তরা দাস এবং মেদেনীপুরের গৌরেন চট্টোপাধ্যায়, সমন্বয় চট্টোপাধ্যায় কবিতা আবৃত্তি পরিবেশন করেন। আবৃত্তি সূচনাপর্বে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক কাজি মাহতাব সুমন মনোমুগ্ধকর আবৃত্তি মাধ্যমে শুরু হয়। 

 আমন্ত্রিত অতিথিদের নিয়ে আলোর প্রজ্বলন করে কর্মসূচির উদ্বোধন করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। পরে আবৃত্তি সূচনাপর্ব পরিবেশনায় অংশ গ্রহণকারী শিল্পীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।

 তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো. মনির হোসেনের সভাপতিত্বে ও সহকারী পরিচালক উত্তম কুমার দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেনবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোহাম্মদ সোনাহর আলী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো হেলাল উদ্দিন,  ১৪ দলের সমন্বয়ক ও সহ সভাপতি হাজী মোঃ হেলাল উদ্দিন,  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, মোকাদ্দেস বাবুল, কবি জয়দুল হোসেন, ডাঃ আবু সাঈদ, কবি আবদুল মান্নান সরকার,  অধ্যাপক মানবর্ধ্বন পাল। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হুরায়রা, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন,  নারী সংগঠক এড.তাসলিমা সুলতানা খানম নিশাত, তিতাস আবৃতি সংগঠনের সমন্বয়ক রোকেয়া দস্তগির। 

 উদ্বোধনী বক্তব্যে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, কবিতার নান্দনিক উপস্থাপনায় ভারত-বাংলাদেশে সম্প্রীতির বার্তা দিয়েছে আবৃত্তিশিল্পীরা। এমন চমৎকার আয়োজন বারবার হওয়া জরুরি। বিশেষ করে ত্রিপুরার শিল্পীরা তাদের পরিবেশনায় প্রমাণ করেছে আবৃত্তিশিল্প মানুষকে কতটা আকর্ষণ করতে সক্ষম।
 মো খোকন  মিয়া,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি 

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)