বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত বারুচা। বুঝতে না পেরে তিনি একেবারে ঢুকে পড়েছিলেন পুরুষদের টয়লেটে!
হ্যাঁ, একথা কোনও গুজব কিংবা গসিপ নয়, বরং এটি সত্যি সত্যিই নাকি এমন কাণ্ড করে ফেলেছিলেন নুসরাত।
জানা গেছে, আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বেঁধে ড্রিমগার্ল ছবিতে দেখা যাবে নুসরাতকে। আর এই ছবির প্রোমোশনে এসেই নুসরাত জানালেন এই কর্মের কথা।
নুসরাত জানান, এই ঘটনাটা আমি কোনও দিন ভুলব না ৷ টয়লেটের দরজার স্পষ্টভাবে লেখা ছিল না মেয়েদের নাকি ছেলেদের টয়লেট। ব্যস, তাড়াহুড়োতে ঢুকে পড়ি!
নুসরাতের কথায়, ভেতরে ঢুকতেই চোখে পড়ে ইউরিনাল। ব্যস, আমি বুঝে গেলাম কত বড় ভুলটা করে বসেছি।

আরও পড়ুনঃঐ “টুপ করে গড়িয়ে পড়া অশ্রুবিন্দু” টা কিন্তু একজনই
তিনি বলেন, ভাগ্যিস ওই সময় টয়লেটে কেউ ছিল না। থাকলে কী যে হতে, কী যে ভাবত কে জানে? এখন ওই ঘটনার কথা মনে পড়লে খুব হাসি পায়।
সূত্র: নিউজ১৮