তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ৮ উইকেটে হেরে যায় বাংলাদেশ। এতে সিরিজে ১-১ সমতায় ফিরল ভারত।
ওই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ইনিংসে ৩৮টি ডট বল খেলেছে টাইগাররা। ১২০ বলের ম্যাচে ৩৮ বলই ডট!
টি-টোয়েন্টি ক্রিকেটে যেখানে সবাই আক্রমণাত্মক ব্যাটিংয়ে রানের উৎসবে মেতে উঠে, সেখানে রাজকোটে বাংলাদেশ দেখাল ভিন্ন চিত্র।
আরও পড়ুনঃ রাজকোটে রোদ জলমলে আকাশ, ম্যাচ নিয়ে শঙ্কা নেই
বাউন্ডারি, ওভার বাউন্ডারি নিয়মিত বিরতিতে আসলেও বাংলাদেশ এক-দুই রান নিতে পেরেছে সামান্যই। ভারতের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে শুরুতে ছন্দে থাকলেও বাংলাদেশ শেষটা করেছে বাজেভাবে।
৬ উইকেট হারিয়ে ১৫৩ রান তুলে বাংলাদেশ। পুরো ইনিংসে ডট বল ছিল ৩৮টি। বলার অপেক্ষা রাখে না মাত্রাতিরিক্ত ডট বল ডুবিয়েছে বাংলাদেশকে। অথচ উইকেট ছিল ব্যাটিং সহায়ক। এমন উইকেটে ৩৮ ডট বল খেলার কারণ কী?
অধিনায়ক মাহমুদউল্লাহ দলের ব্যাটিং ইনিংসের পোস্টমর্টেম জানাননি। তবে ডট বল নিয়ে মাহমুদউল্লাহ দিলেন বিভ্রান্তিকর ব্যাখ্যা।
ম্যাচ শেষে তিনি বলেন,‘৩৮টি ডট বলের যে ব্যাপার…আমার মনে হয় একটি টি-টোয়েন্টিতে যদি ৪০টির উপরে ডট বল থাকে তাহলে আপনার ম্যাচ জেতার সুযোগ কম থাকে। সেখানে আমরা ৩৮টি ডট বল খেলেছি। হয়তো ঠিক আছে, তবে উন্নতি করার অবশ্যই সুযোগ থাকবে।