চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে ৩৯৮ রানের টার্গেট দিয়েছে সফরকারী আফগানিস্তান। দ্বিতীয় ইনিংসে আফগানিস্তান অলআউট হয় ২৬০ রানে।
চতুর্থ দিনে এসে ২৩ রান যোগ করতে পেরেছে আফগান ব্যাটসম্যানরা। সব মিলিয়ে আফগানদের লিড দাঁড়িয়েছে ৩৯৭ রান।
রবিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলায় প্রায় দুই ঘণ্টা পরে শুরু হয়। শেষ দু’টি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ।
টাইগারদের পক্ষে সাকিব আল হাসান তিনটি এবং মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান দু’টি করে উইকেট নেন।
এর আগে আফগানরা নিজেদের প্রথম ইনিংসে রহমত শাহ’র সেঞ্চুরিতে ৩৪২ রান করে। তবে জবাবে ব্যাট করতে নামা স্বাগতিক বাংলাদেশ মাত্র ২০৫ রানে গুটিয়ে যায়।
আরও পড়ুন:
আর আফগানিস্তান নিজেদের দ্বিতীয় ইনিংনে নেমে তৃতীয় দিন শেষে ৮ উইকেট হারিয়ে ২৩৭ রান করেছে।