টঙ্গীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টঙ্গীর সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ প্রাঙ্গনে বিদ্যালয়ের নিজস্ব শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল’এমপি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড.আজমত উল্লাহ খান, স্থানীয় কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার, প্রতিষ্ঠানের অধ্যক্ষ ওয়াদুদুর রহমান ।
অপরদিকে স্টেশন রোডস্থ টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে স্থাপিত কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর আওয়ামী লীগে নেতা মতিউর রহমান মতির নেতৃত্বে, থানা আওয়ামীলীগ নেতা ফজলুল হক, শ্রমিক নেতা বি.কম মতি, পাইলট স্কুল এন্ড গালর্স কলেজ অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া, শিক্ষক আবু জাফর আহম্মেদ,মজিবর মোড়ল, টঙ্গী থানা প্রেস ক্লাব ও টঙ্গী প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, যুবলীগ নেতা বিল্লাল মোল্লা, ছাত্রলীগ নেতা রেজাউল করিমসহ বিভিন্ন স্কুল কলেজসহ রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
মৃণাল চৌধুরী সৈকত, টঙ্গী