টঙ্গী আউচপাড়া মোক্তার বাড়ি রসুলবাগ এলাকায় গত রবিবার রাতে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ও তাজা গুলিসহ শাহাদাত হোসেন রিপন (৩৫) রাজিবুল ইসলাম (৪১) গ্রেফতার করেছে র্যাব-১০ সদস্যরা।
র্যাব সূত্রে জানা যায়, মোক্তার বাড়ি এলাকায় কয়েকজন লোক সন্ত্রাসী কর্মকান্ড করার জন্য কয়েকজন অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও ওই জনকে গ্রেফতার করে।
এসময় তাদের দেহে তল্লাশী চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি, ৪টি মোবাইল সেট ও নগদ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা টঙ্গী রসুলবাগ মোক্তার বাড়ি এলাকার শাহ আলমের ছেলে শাহাদাত হোসেন রিপন (৩৫) ও বগুড়া জেলার সারিয়াকান্দি থানার জোড়াগাছা গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে রাজিবুল ইসলাম (৪১)।
এঘটনায় তাদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় অস্ত্র আইনে মামলা শেষে সোমবার দুপুরে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এব্যাপারে অফিসার্স ইনচার্জ (ওসি) মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।
মৃণাল চৌধুরী সৈকত, টঙ্গী