গোপালগঞ্জে চলন্ত মোটরসাইকেলে সেলফি তুলতে গিয়ে অমিত শেখ (২৫) নামে এক তরুণ নিহত হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অমিত ওই গ্রামের কুদ্দুস শেখের ছেলে।
রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রীবাস বিশ্বাস জানান, বুধবার বিকেলে মোটরসাইকেলে ঘুরতে বের হন অমিত।
পথে রঘুনাথপুর এলাকায় চলন্ত মোটরসাইকেলে সেলফি তুলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গুরুতর আহত হন তিনি।
আরও পড়ুনঃ বিকেলে নামতে পারে বৃষ্টি,বাড়বে শীতের তীব্রতা
স্থানীয়রা পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার আশঙ্কাজন হলে উন্নত চিকিৎসার জন্য রাতে অমিতকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।