আত্মহত্যার জন্য ট্রেনের সামনে ঝাঁপ দেয়া এক বৃদ্ধকে বাঁচিয়ে হিরো বনে গেছেন দুই পুলিশ কর্মী। মুম্বাইয়ের সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের এ ঘটনা ঘটেছে।
সে ঘটনার ভিডিও টুইট করেছে ভারতের পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। ভিডিওটি ভাইরাল হওয়ার পর দুই পুলিশ কর্মীকে বাহবা দিচ্ছেন সবাই। তবে এ নিয়ে খুব একটা উৎসাহী নন তারা। তাদের মতে, তারা নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন।
ভিডিওতে দেখা যায় স্টেশনে ট্রেনের অপেক্ষা করছেন যাত্রীরা। ওই ভিড়ের মাঝেই ছিলেন সাদা পোশাক পরিহিত এক ব্যক্তি।
ট্রেন স্টেশনে প্রবেশের পর রেললাইনে বসে পড়েন ওই ব্যক্তি। তারপর রেললাইনের উপরে মাথা পেতে আধ শোওয়া হয়ে পড়েন। এদিকে প্রায় কাছাকাছি চলে এসেছে ট্রেন।
আরও পড়ুনঃবাইকের ২ আরোহীকে তাড়াও করল বাঘ, ভিডিও ভাইরাল!
স্টেশন চত্বরেই ছিলেন মহারাষ্ট্রের নিরাপত্তা বাহিনীতে কর্মরত মনোজ এবং রেলপুলিশে কর্মরত অশোক নামে দুজন। প্রায় টেনেহিঁচড়ে আত্মহত্যার চেষ্টা করা ওই ব্যক্তিকে রেললাইন থেকে সরিয়ে আনেন।
ট্রেন থেমে যাওয়ার পর স্টেশনে নিয়ে আসা হয় তাকে। পরিজনদের খুঁজে তাঁদের হাতে তুলে দেওয়া হয় ওই বৃদ্ধকে। পুলিশকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন পরিবারের সদস্যরা।
Prompt & daring action by MSF staff Sh Manoj & Ashok, deployed with RPF saved life of a sr citizen who attempted suicide at Mumbai Central Station. His family expressed deep gratitude to them. @drmbct
@rpfwrbct
@RailMinIndia
@PiyushGoyalOffc
@PiyushGoyal#SaturdayMotivation pic.twitter.com/DEZvYKndea— Western Railway (@WesternRly) July 6, 2019