দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকার জনৈক মোজাহারের লিছু বাগানের ভিতরে দিনে দুপুরে এক গৃহবধু (১৯) ধর্ষিত হয়।
এ ব্যপারে ওই গৃহবধু গত শুক্রবার রাতে নিজেই বাদী হয়ে ৩জন ধর্ষকের নামে ঘোড়াঘাট থানায় এজাহার দায়ের করে।
শনিবার থানা পুলিশ ৩ ধর্ষককে গ্রেফতার করে জেল হাজতে এবং ধর্ষিতার ডাক্তারী পরীক্ষার জন্য দিনাজপুরে প্রেরন করা হয়েছে।
ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বিকার করেছেন। মামলা সূত্রে জানা যায়,ধর্ষিতা গৃহবধু ও তার দিন মজুর স্বামী ১৫/২০ পুর্বে ঘোড়াঘাট পৌরসভার লালমাটি এলাকার জনৈক কেরামত আলীর বাড়ী ভাড়া নিয়ে বসবাস করে আসছিল।
ঘটনার দিন গত বৃহস্পতিবার গৃহবধুর স্বামী বাহিরে থাকায় ওই গৃহবধু বাড়ীতে কিছু গোবরের প্রয়োজন হওয়ায় লিচু বাগানে গোবর নিতে এলে পুর্ব পরিচিত ওই যুবকেরা তাকে একা পেয়ে লিচু বাগান পাহারা দেওয়ার ঘরে জোর পুর্বক ধর্ষন করে।
আরও পড়ুনঃ টঙ্গীতে জাভান হোটেল থেকে বিপুল পরিমান মদ বিয়ারসহ ১৮ নর-নারী আটক
পরে গৃহবধুর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। গ্র্রেতার কৃতরা হলো একই এলাকার রফিকুলের পুত্র রাসেল (২৪) বাবলুর পুত্র সজিবও মৃত নুরুল ফকিরের পুত্র ইসমাইল।
শাহ আলম,ঘোড়াঘাট,দিনাজপুর