দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওপেন হাউজ ডে ও উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মাদক, নারী নির্যাতন, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌতুক ও মাদক চোরাকারবারী সহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা মুলক আলোচনা করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজ্জামান আশরাফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিরামপুর-নবাবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন কুমার সরকার, ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রাফে খন্দকার সাহানশা, উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম, ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস ছাত্তার মিলন মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন।
অন্যান্যদের মধ্যে, ,ঘোড়াঘাট উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের ঘোড়াঘাট পৌর আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান ভুট্টু, উপজেলা কৃষকলীগের সভাপতি শহিদুল ইসলাম আকাশ, সিংড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডল, ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম,মাহফুজার রহমান লাবলু, তৌহিদুল ইসলাম, ডাঃ গোপাল চন্দ্র সরকার প্রমুখ। ।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন, থানার ওসি তদন্ত ইন্সপেক্টর ফেরদৌস আলী ও এস,আই রাশেদুজ্জামান। সভায় উপজেলা, ইউনিয়ন, ও ওয়ার্ড পর্যায়ের কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি, সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শাহ আলম,ঘোড়াঘাট,দিনাজপুর