গাজীপুরের কালীগঞ্জে গনজাগরণের যাত্রাপালা উৎসবে রাজমনি যাত্রা ইউনিটের “শেখ হাসিনার স্মাট বাংলাদেশ” যা

গাজীপুরের কালীগঞ্জে গনজাগরণের যাত্রাপালা উৎসবে রাজমনি যাত্রা ইউনিটের “শেখ হাসিনার স্মাট বাংলাদেশ” যাত্রাপালা অনুষ্ঠিত

Generic placeholder image
  Ashfak

“গনজাগরণের শিল্প আন্দোলন এবং অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌছে যাবো আমরা উন্নতির শিখরে” এই শ্লোগানের মধ্যদিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডমেী ও জেলা শিল্পকলা একাডেমীর সার্বিক তত্বাবধানে এবং উপজেলা শিল্পকলা একাডমেীর সহযোগীতায় গাজীপুরের চারটি থানায় জাগরণের যাত্রাপালা উৎসব শুরু হয়েছে।
জানা যায়, এ বছর জেলার চারটি যাত্রাদল মাস্টার ফারুক আহমেদ’র পরিচালনায় রফিকুল ইসলামের ‘শারমিন অপেরা’ কর্তৃক কালিয়াকৈর থানায় নাট্যকার মিলন কান্তি দে রচিত ‘জননীর স্বপ্ন পূরণ’, মনি বেগম ও রফিকুলের ‘রাজমনি যাত্রা ইউনিট’ কর্তৃক নাট্যকার টাইগার রুবেল রচিত ‘শেখ হাসিনার স্মাট বাংলাদেশ’, হালিমা চৌধুরীর ‘লিমা যাত্রা ইউনিট’ কর্তৃক নাট্যকার শ্যামল দত্ত রচিত ‘বদলে যাওয়া বাংলাদেশ’, নাসির উদ্দিনের ‘ববি অপেরা’ কর্তৃক নাট্যকার রাখাল বিশ^াস রচিত ‘স্মাট বাংলাদেশ’ যাত্রাপালা নিয়ে অংশ নিয়েছে।
‘রাজমনি যাত্রা ইউনিট’র স্বত্বাধিকারী মনি বেগম ও রফিকুল জানান, বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও গাজীপুর জেলা শিল্পকলা একাডেমীর সার্বিক তত্বাবধানে এবং কালীগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে এবং মাষ্টার ফারুক আহমেদ’র পরিচালনায় আমাদের ‘রাজমনি যাত্রা ইউনিট’ নাট্যকার টাইগার রুবেল রচিত ‘শেখ হাসিনার স্মাট বাংলাদেশ’ যাত্রাপালাটি গত ১০ নভেম্বর বিকেল ৪ টায় কালীগঞ্জস্থ কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঞ্চস্থ হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে থানা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা কালচারার কর্মকর্তা মোসা.শারমিন জাহান। এছাড়াও কালীগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব মানস কুমার গুনসহ স্থানীয় সংবাদকর্মী, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ-সামাজিক সাংস্কৃতি সংগঠনের কর্মী এবং স্থানীয় কয়েক শতাধিক জন-সাধারণ উপস্থিত ছিলেন।
যাত্রাপালাটিতে অভিনয় করেন : বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক মৃণাল চৌধুরী সৈকত, বিশিষ্ট অভিনেতা মো. শাখাওয়াত হোসেন, মো. আবু সাঈদ, মো. সহিদুর রহমান সহিদ, মো. লিটন মিয়া ওরফে টঙ্গী লিটন, মো. ইউনূছ আলী, অভিনেত্রী হালিমা বেগম, মনি বেগম, আখি আক্তার। এছাড়া মিউজিকে ছিলেন : মো. সাইদুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, মো. শাকিল আহমেদ।
জাগ্রত নাট্য গোষ্টী’র প্রতিষ্ঠাতা,কবি,সাংবাদিক ও সংগঠক মৃণাল চৌধুরী সৈকত বলেন, অর্থ এবং লোকবলের অভাবে দেশের থিয়েটার ভিত্তিক নাট্য সংগঠনগুলোর পাশাপশি এক সময়কার জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী যাত্রাপালা তথা যাত্রাদল গুলো আজ প্রায় ধবংশের পথে। কাজ না পেয়ে যাত্রা দল, দলের মালিকসহ কলাকৌশলী, অভিনেতা-অভিনেত্রীরা চরম অর্থ সংকটে পড়ে দূর্বিসহ মানবেতর জীবনযাপন করছে। এমতাবস্থায়, মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের দল বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী এবং ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অগ্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাশে গড়ার স্বপ্ন বাস্তবায়ণে ‘বাংলাদেশ শিল্প একাডেমী’ এবং ‘জেলা শিল্পকলা একাডেমী’ কর্তৃক ধবংশের মুখে ধাবিত থিয়েটার ভিত্তিক নাট্য সংগঠন এবং দেশের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী যাত্রা শিল্পকে পূর্ণজাগরণ পূর্বক গনজাগরণের যাত্রাপালা বা নাট্য উৎসব’র আয়োজন করেন। গনজাগরণের যাত্রাপালা বা নাট্য উৎসবে একজন ক্ষুদে শিল্পী হিসেবে অংশ নিতে পেরে এবং আগামীতে দেশের উন্নয়ণ কর্মকান্ডে আমাদের শিল্পীসত্তাকে এতটুকু সম্পৃক্ত করতে পেরে, সত্যি আমরা গর্বিত। “গনজাগরণের শিল্প আন্দোলন এবং অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌছে যাবো আমরা উন্নতির শিখরে” এই হোক আমাদের অঙ্গীকার।    
সিনি: স্টাফ রিপোর্টার, মৃণাল চৌধুরী সৈকত

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)