আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব এবার খোলামেলা ছবি প্রকাশ করেছেন। ইতিপূর্বে অশ্লীলতার অভিযোগে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে ডাক পড়লেও থেমে নেই তিনি।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে খোলামেলা ছবি শেয়ার করেন তিনি।
সানাইয়ের এমন কাণ্ডে নেটিজেনরা ব্যাপক সমালোচনা শুরু করেছেন। ওই ছবির নিচে সামাজিকমাধ্যম ব্যবহারকারীকে তাকে তুলোধুনা করছেন।
বিকিনি ছবি শেয়ার করে সানাই লিখেছেন, ‘কি লাভ ওতো ছবি মুক্তি দিয়ে, ওগুলা তো চলেই না! তার চেয়ে বরং আমি একটা ছবি মুক্তি দেই ফেইসবুকে!
এর কয়েক দিন আগে সানাই জানিয়েছিলেন তিনি মুম্বাই গিয়েছিলেন বিকিনি ছবি তুলতে।
আরও পড়ুনঃ সৃজিতের জন্মদিনে মিথিলার ঘনিষ্ঠতা,বিয়ের গুঞ্জন
সামাজিকমাধ্যমে এক পোস্টে তিনি বলেছিলেন, ‘আমি যখন মুম্বাই তে গিয়েছিলাম এক্সক্লুসিভ কিছু বিকিনি শুট করতে যা শিঘ্রই আসছে।
শুটের সময় ফটোগ্রাফার অবাক হয়ে বলছে, “তুমি কি বাঙালী মেয়ে?” আমি বার বার বলছি, “হুম আমি বাঙালী, কেনো?” সে বলছে, “এতো সাহস কারো দেখিনি আগেও অনেক বাঙালি মেয়েদের ফটোশুট করেছি এতো সাহসী কাউকে পাইনি! অনেক বাধা আসবে,এগুলাকে পাত্তা দিও না!