বলিউড তারকা আনুশকা শর্মা ও ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির দাম্পত্য জীবন ভালোই চলছে। দুজনেই তাদের পেশার প্রতি খুবই শ্রদ্ধাশীল। আর একজনের কাজের প্রতি আরেকজনের সমর্থনটাও চোখে পড়ার মতো।
কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো গোলাপি রঙ এর বলে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলেছে ভারত। বেশ দাপুটে জয়ও তুলে নিয়েছে কোহলি বাহিনী। ম্যাচ শেষ করে রাতেই মুম্বাই ফিরে গিয়েছিল কোহলি।
আর ফেরার পথে মুম্বাই এয়ারপোর্টে কোহলিকে অন্যরকম এক চমক দিলেন স্ত্রী আনুশকা শর্মা। বিরাটের অপেক্ষায় আগে থেকেই এয়ারপোর্টে গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন তিনি।
আরও পড়ুনঃ সৌরভ গাঙ্গুলীকে প্রশংসায় বিরাট,ক্ষেপে গেল গাভাস্কার!
বিরাট গাড়িতে উঠে বসতেই বিরাটকে জড়িয়ে ধরেন আনুশকা। এ সময় তার পরনে ছিলো গোলাপি রঙের টিশার্ট!
গোলাপি বলের প্রথম টেস্ট জয়ে স্বামীকে শুভেচ্ছা জানাতেই গোলাপি পোশাকে হাজির হয়েছিলেন আনুশকা। তাদের সেই চমৎকার মুহুর্তটি ক্যামেরাবন্দীর পর ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
আনুশকা-কোহলির সেই মুহূর্ত দেখুন ভিডিও :