পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একাদশ শ্রেণীতে ভর্তি হতে গিয়ে দুই শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে ওই শিক্ষার্থী দু’জনকে উদ্ধার করেছে।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান মিলু জানান, মঠবাড়িয়া থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কলেজ শিক্ষার্থীদের অভিযোগে জানা যায়, বৃহস্পতিবার সকালে তারা বরগুনার হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য কলেজে কাগজপত্র জমা দেন।
জমা শেষে দুপুরে প্রতিবেশী সহপাঠী সোহাগ খান (২০) ও শাহাদাৎ (২১)-কে নিয়ে মঠবাড়িয়া শহর হয়ে ভান্ডারিয়ার হরিনপালা ইকোপার্কে ঘুরতে যাচ্ছিলেন।
দুপুরের সময় তাদের বহনকারী ইজিবাইক মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী (মাঝেরপুল) নামক স্থানে নষ্ট হয়। এসময় স্থানীয় উত্তর মিঠাখালী গ্রামের অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য খলিলুর রহমানের পুত্র রানা, কালামের পুত্র মারুফ, ছিদ্দিক ফরাজীর পুত্র সোহাগ তাদের জিম্মি করে।
আরও পড়ুনঃবন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার কলেজছাত্রী
দুই ছাত্রীকে মারধর করে তাদের মোবাইল, টাকা ছিনিয়ে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। পরে নির্জন স্থানে নিয়ে ৩ জনে মিলে দুই শিক্ষাথীকে ধর্ষণ করে।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান মিলু জানান, খবর পেয়ে পুলিশ দু’জনকে উদ্ধার করে এবং ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।