ক্রিশ্চিয়ানো রোনালাদো, বিশ্বের অন্যতম ফুটবল সুপারস্টার। বিশ্ব্যাপী রয়েছে তার অসংখ্য ভক্তকুল। আর এই ভক্তদের অনেক ভালোবাসেন পর্তুগিজ সুপাস্টার। আবারও তারই প্রমাণ মিলল।
কথায় আছে-নিজের থেকে নাম বড়, নামের চেয়ে ভক্ত বড়। এ কথা ক্রিশ্চিয়ানো রোনালদোর থেকে ভালো আর কেউ জানে বলে মনে হয় না। সেরি আ’র ম্যাচ খেলতে দর্শকহীন স্টেডিয়ামে ঢোকার পথে রবিবার যা করেছেন তা দেখে এ কথা বলতেই হয়।
করোনা আতঙ্কে এদিন তুরিনের আলিয়ানজ স্টেডিয়ামে জুভেন্টাস-ইন্টার মিলান লড়াই দেখার অনুমতি দর্শকদের ছিল না। এমন একটি ম্যাচ খেলতে যাওয়ার পথে গাড়ি থেকে নেমে বহুদিনের পরিচিত অভ্যাসে শূন্যে হাত বাড়িয়ে দেন সিআরসেভেন।
ডেনিস নামের একটি টুইটার অ্যাকাউন্টের ভিডিওতে দেখা গেছে, বাড়ানো হাত নিয়ে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার প্রায় ছয় কদম হেঁটে আসছেন। সে সময় মুখ ছিল গম্ভীর।
কেউ একজন ভিডিও করছেন, দেখতে পেয়ে মুখে রাজ্যের হাসি ছড়িয়ে দেন।

করোনাভাইরাসে ইতিমধ্যে ৩৬৬ জনের প্রাণ যাওয়া ইতালির সব শহরে আতঙ্ক ছড়িয়েছে। এই অবস্থায় দেশটির ঘরোয়া লিগ সেরি আ’র অন্যতম সেরা একটি ম্যাচ হল একদম খালি মাঠে। বিবিসি জানিয়েছে, অন্তত ৩ এপ্রিল পর্যন্ত সব ম্যাচেই এমন অবস্থা থাকবে।
আরও পড়ুনঃ আগামী ২৮ মার্চ মাঠে নামছে সাকিব আল হাসান
প্রতিবেদনে বলা হয়েছে, তুরিনের আলিয়ানজ স্টেডিয়ামে কিছু সাংবাদিক, ক্লাব কর্মকর্তা, ক্লাব অফিশিয়াল এবং কোচিং স্টাফের ঢোকার অনুমতি ছিল। কিন্তু স্বাভাবিক পরিস্থিতির তুলনায় গোটা স্টেডিয়ামকে নিথর মনে হয়েছে।
ম্যাচটিতে ইন্টারকে ২-০ গোলে হারিয়েছে জুভেন্টাস।
রোনালদোরা ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছেন। ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে লাৎসিও। ৫৪ পয়েন্ট নিয়ে তিনে আছে ইন্টার।
ভিডিওঃ
CHIUDETE TUTTO PERCHÉ ABBIAMO UN VINCITORE: CRISTIANO RONALDO pic.twitter.com/HXZpUTvrKF
— denise | #finoallafine (@_deenise19) March 8, 2020