গভীর রাতে ওজু করতে ঘরের বাইরে গিয়েছিল কিশোরী মেয়েটি। ওজু করার সময়ই এক লম্পট মুখে গামছা পেঁচিয়ে মেয়েটিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মুন্সিগঞ্জে। ঘটনার শিকার মেয়েটি মুন্সীগঞ্জের মোল্লাকান্দী ইউনিয়নের নোয়াদ্দা ঢালি কান্দীর এক দিনমজুরের মেয়ে এবং পুরাডিসি মহিলা মাদরাসার ছাত্রী। অভিযুক্ত একই গ্রামের ওমর গাজীর ছেলে তাজির গাজী (৪০)।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আনিচুর রহমান শনিবার দুপুরে জানান, ভিকটিমের পরিবার থানায় এসেছে। অভিযোগ নেওয়া হচ্ছে। মামলা শেষে আসামি তাজিলকে গ্রেফতারে পুলিশী অভিযান চলবে।
এদিকে মেয়েটির বাবার আকুল আবেদন, আমার মেয়েকে বাঁচান। অর্থ না থাকুক। কিন্তু দরদী মানুষ সমাজে আজো আছে। আমার মেয়ে মুন্সীগঞ্জ সদর হাসপাতালের বেডে কাতরাচ্ছে। অভিযুক্তের দ্রুত বিচারের দাবি জানান এই বাবা।
আরও পড়ুনঃ মেয়েকে গাছে বেঁধে মাকে পালাক্রমে গণধর্ষণ