সোশ্যাল মিডিয়ায় সব সময় সরব থাকে ছোট পর্দার আলোচিত-সমালোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা
।এখন নিয়মিত তার ইনস্টাগ্রাম অ্যাকউন্টে ছবি আপলোড করে তিনি।
আর তার সেই ছবির সাথে নানা লেখাও জুড়ে দেন।গতকাল শনিবার তেমনি একটি ছবির সাথে প্রভা লেখেছেন শুধু আমিই জানবো, কেউ একজন আমার হাতটা শক্ত করে ধরেছিল … কেউ একজন আমার সাথে বৃষ্টিতে ভিজেছিল … কেউ একজন আমার কপালের টিপ ঠিক করে দিতো … কেউ একজন আমার চোখের দিকে তাকিয়ে থাকতো … কেউ একজন খুব সকালে ফোন করে আমার ঘুম ভাঙ্গাতো … কেউ একজন ফিশফিশ করে রাতে কথা বলতো !!
প্রত্যেকের জীবনে এই “কেউ একজন” থাকে … কারো কারো ভাগ্য হয় ঐ “কেউ একজন” এর সাথে সারা জীবন থাকার … আর কারো কারো ভাগ্য হয় “অন্য কোন একজন” এর সাথে সারা জীবন থাকার !!
আরও পড়ুনঃ ফেসবুক আইডি নিয়ে সাফ জানিয়ে দিলেন নোবেল
“পৃথিবীর যে কেউ আমার চোখের জলের কারণ হতে পারে … কিন্তু ঐ “টুপ করে গড়িয়ে পড়া অশ্রুবিন্দু” টা কিন্তু একজনই, একজনের জন্যই … ওটা কখনোই কেউ হতে পারে না, পারবে না … “টুপ করে গড়িয়ে পড়া অশ্রুটার” কথা কেউ জানে না … কেউ না !!”