এবার শাকিবের পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুললেন বুবলী

এবার শাকিবের পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুললেন বুবলী

Generic placeholder image
  Ashfak

জণপ্রিয় চিত্রনায়ক শাকিব খান চিত্রনায়িকা শবনম বুবলীর সম্পর্ক এখন সাপে-নেউলে এবার এই চিত্রনায়িকা শাকিবের পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন জানিয়েছেন, শাকিবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও

শুক্রবার (১৯ মে) সন্ধ্যায় এক আয়োজনে উপস্থিত সাংবাদিকদের শাকিব খান প্রসঙ্গে শবনম বুবলী বলেছেন, ওই (শাকিব খান) নামটি আর আমি মুখে আনতে চাই না এই নায়ককে ভালোবেসে সংসার করতে চাওয়াই আমার জীবনের সবচেয়ে বড় ভুল

 

শাকিবের বিভিন্ন মন্তব্যের জবাবে বুবলী বলেন, কিছুদিন পরপর উনি আমাকে আক্রমণ করছেন ওনার মনোযোগ থাকে সবসময় আমাকে কীভাবে হেয় প্রতিপন্ন করা যায় বারবার এরকম হচ্ছে তাই এটার একটা সমাধান হওয়া উচিত আমি আমার অভিভাবকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি কারণ আমার আত্মসম্মানবোধ সবার আগে

শাকিবের পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলে বুবলী বলেন, ‘উনি (শাকিব) বলেন, আমাকে না কি উনার বাসা থেকে বের করে দিয়েছেন নিজের সন্তানের মাকে বাসা থেকে বের করে দেওয়া কী কোনো পুরুষের পুরুষত্ব তিনি সম্পর্ক রাখতে না চাইলে সেটা তার ব্যক্তিগত বিষয় বিষয়টি নিয়ে পারিবারিকভাবে বসে কথা বলে আমরা সমাধান করতে পারি বাইরের মানুষকে বারবার জানানো তো কোনো সমাধান না

আরও পড়ুনঃ নুসরাত ফারিয়ার ১৭ সেকেন্ডের ভিডিও ভাইরাল

শাকিবের সঙ্গে সংসার করার বিষয়ে বুবলী বলেন, আমার বড় ভুল হয়েছে আমি তার সঙ্গে সংসার করতে চেয়েছি, তাকে আমি সম্মান দিয়েছি এখন তার নামটিই আমি উচ্চারণ করতে চাই না

সম্প্রতি চিত্রনায়ক শাকিব খান তাঁর দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের কথা স্পষ্ট করেছিলেন তাতে ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দেন বুবলী এরপর শাকিব গণমাধ্যমে বুবলী প্রসঙ্গে একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন তারপরই ফের আলোচনা-সমালোচনা শুরু হয় নায়কের ব্যক্তিগত জীবন নিয়ে 

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)