এবার ছেলেধরা সন্দেহে সাভারে গণপিটুনির শিকার হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সাভারের তেঁতুল জোরা স্কুল অ্যান্ড কলেজের সামনে অজ্ঞাতপরিচয়ে (৫০) ওই নারী গণপিটুনির শিকার হন।
পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করলে বিকাল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, একই দিনে (শনিবার) সকালে রাজধানীর উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সন্তানকে ভর্তির জন্য খোঁজ নিতে গিয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে প্রাণ হারান তাসলিমা বেগম রেনু (৪০) নামে এক মা।
লাশ সনাক্ত করে নিহত তাসলিমা বেগম রেনুর ভাগ্নে সৈয়দ নাসির উদ্দিন টিটু বলেন, নিহত হওয়া ওই নারী ছেলেধরা ছিলেন না।
আরও পড়ুনঃ গণপিটুনিতে নিহত সেই রেনু ছেলেধরা ছিল না
বরং উত্তর বাড্ডায় ওই স্কুলে গিয়েছিলেন সন্তানকে ভর্তি করানোর জন্য খোঁজখবর নিতে। আর সেখানে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়।
এছাড়া গাজীপুরসহ আরও বিভিন্ন এলাকায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।