এত কিছুর পরও নাইজার ছাড়ছে না ফ্রান্স

এত কিছুর পরও নাইজার ছাড়ছে না ফ্রান্স

Generic placeholder image
  Ashfak

নাইজারকে স্বাধীনতা দিলেও ১৯৬০ সালের পর থেকেই দেশটিতে সামরিক ঘাঁটি পেতে বসে আছে ফ্রান্স বিক্ষোভ-গলা ধাক্কা, খাবার সরবরাহ বন্ধের পরও নাইজার ছাড়ছে না দেশটি

শনিবারও নাইজারের রাজধানী নিয়ামিতে অবস্থিত ফ্রান্সের একটি সামরিক ঘাঁটির সামনে জড়ো হয়েছেন লাখ লাখ জান্তা সমর্থক রাষ্ট্রদূত এবং ফরাসি সেনাদের অবলিম্বে নাইজার ছাড়ার দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন তারা

ফরাসি সৈন্যদের একটি সামরিক ঘাঁটির কাছে জড়ো হয়েফরাসি সেনাবাহিনী, আমাদের দেশ ছেড়ে যাও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করছেন তারা রয়টার্স, এপি

স্থানীয় সময় ৩টার দিকে বিক্ষোভ শুরু হওয়ার কথা থাকলেও ১০টা থেকেই জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা

নিয়ামি থেকে আলজাজিরার প্রতিবেদক আহমেদ ইদ্রিস জানান, বিক্ষোভকারীরা দেশে এখনো ফরাসি উপস্থিতি থাকার বিষয়ে হতাশা প্রকাশ করে বিষয়গুলো নিজের হাতে নিতে শুরু করেছে গত কয়েক দিনের বিক্ষোভে কিছুটা শান্ত আর সংগঠিত পরিবেশ থাকলেও শনিবারের বিক্ষোভে নিরাপত্তা বাহিনী, পুলিশ সামরিক বাহিনীর স্থাপিত বাধা ভেঙে কাছাকাছি চলে এসেছে কিছু লোক জোর করে ঘাঁটির কাছে প্রবেশের চেষ্টা করছে

এক বিক্ষোভকারী ডুবউ-কামবু হামিদু বলেন, আমরা আমাদের দেশ থেকে সব সামরিক ঘাঁটি অপসারণের জন্য লড়াই করতে চাই

ফ্রান্সের রাষ্ট্রদূত সিলভাইন ইত্তেকে এক সপ্তাহেরও বেশি সময় আগে নাইজার ছেড়ে যাওয়ার ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল এমনকি বন্ধ করে দেওয়া হয়েছে নিমায়েতে অবস্থিত ফ্রান্স দূতাবাসের পানি, বিদ্যুৎ আর খাদ্য সরবরাহ ২৭ আগষ্ট সামজিক যোগাযোগ মাধ্যমের একাধিক প্রতিবেদনে তথ্য দেওয়া হয়েছিল

আরও পড়ুন: জি২০ শীর্ষ সম্মেলনঃ মোদীকে ফোনে কি বললেন পুতিন

ন্যাশনাল কাউন্সিল ফর দ্য সেফগার্ডিং অব কান্ট্রি (সিএনএসপি)-এর জাতীয় সহায়তা কমিটির সভাপতি, এলহ ইসা হাসুমি বোরেইমা নাইজারে ফরাসি ঘাঁটির সব অংশীদারকে সব পানি, বিদ্যুৎ খাদ্যপণ্য স্থগিত করতে বলেছিলেন ফরাসিদের পণ্য পরিষেবা সরবরাহের প্রক্রিয়ায় যারা সাহায্য করবে তারা সার্বভৌম জনগণের শত্র বিবেচিত হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল ফ্রান্সের রাষ্ট্রদূতকে দেওয়া দেশত্যাগের জন্য সামরিক প্রশাসনের দেওয়া দুদিনের সময়সীমা শেষ হওয়ার পর এমন ঘোষণা দেওয়া হয়েছিল

বৃহস্পতিবার এএফপি প্যারিসের একটি চিঠিতে দেখা যায়, ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে পুলিশকে নির্দেশনা দিয়েছে নাইজারের সামরিক শাসক দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী, ফরাসি রাষ্ট্রদূত তার পরিবারের সদস্যদের কূটনৈতিক কার্ড ভিসা বাতিল করেছে নাইজার শুক্রবার সন্ধ্যায় ক্ষমতাসীন সামরিক বাহিনী ফরাসি কূটনীতিককে দেশ ছাড়তে ৪৮ ঘণ্টা সময় দিয়েছে

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)