জনপ্রিয় অভিনেতা ইরফান খান অভিনীত সিনেমা আংরেজি মিডিয়াম। হোমি আদাজানিয়া পরিচালিত এই সিনেমার একটি গানে একসঙ্গে হাজির হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা, আলিয়া ভাট।
বুধবার ‘কুড়ি নু নাচনে দে’ শিরোনামের গানটি ইউটিউবে মুক্তি দেয়া হয়েছে। এটি গেয়েছেন বিশাল দাদলানি। এতে জানভি কাপুর, কিয়ারা আদভানি, অনন্যা পান্ডেকেও দেখা গেছে।
এই গান প্রসঙ্গে ক্যাটরিনা কাইফ বলেন, ইরফান ও হোমি আমার দুজন প্রিয় ব্যক্তি। তারা যখন আমাকে ডেকেছে না বলার কোনো কারণই নেই।
আমার মতে, কেউ সহযোগিতা চাইলে তার পাশে দাঁড়ানো উচিত। আমাদের ইন্ডাস্ট্রি এমনই হওয়া প্রয়োজন।
জানভি কাপুর বলেন, ইরফান স্যার আমাদের অনেক কিছু দিয়েছেন। আমরা চাই, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে খুব শিগগির ফিরে আসুন।
এই গান শোনার পরই আলিয়া ভাটের মধ্যে ভালো লাগা কাজ করে। তিনি বলেন, এই গানটাই এমন। এটি খুবই চমৎকার একটি গান।
আরও পড়ুনঃ ভেঙেই গেল শাবনূরের সংসার
আনুশকা শর্মা বলেন, হোমি যখন আমাকে গানটি পাঠায় আমি টানা শুনেছি এবং এখনো তাই। আশা করছি, এই গান সবারই ভালো লাগবে।

২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি মিডিয়াম সিনেমার সিক্যুয়েল আংরেজি মিডিয়াম। বাবা-মেয়ের মধ্যে মধুর বন্ধন নিয়ে এই সিনেমার গল্প।
ইরফান খান ছাড়াও এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— কারিনা কাপুর, দীপক দব্রিয়াল, ডিম্পল কাপাডিয়া, রাধিকা মদন প্রমুখ।
ভিডিও: