দক্ষিণ কোরিয়ার এক অফিস থেকেই ৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৪৬ জন ওই অফিসের কর্মী। আর বাকি চারজন আক্রান্তদের পরিবারের সদস্য।
এটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত একটি কল সেন্টার বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে জানানো হয়েছে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সাউথ কোরিয়ান সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন দফতরের উপপরিচালক কোয়ান জুন-জেগে বলেন, ওই কল সেন্টারের ৪৬ জন কর্মী এবং সংশ্লিষ্ট পরিবারের চার সদস্যের শরীরে এ ভাইরাসের নমুনা পাওয়া গেছে।
আরও পড়ুনঃ করোনায় উত্তর কোরিয়ার ১৮০ সেনার মৃত্যু