স্কুল থেকে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে নবম শ্রেণির তিন ছাত্রী। গত রবিবার দুপুরের পর টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাতকুয়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।
এক ছাত্রীর বাবা বাদী হয়ে গতকাল দুপুরে অজ্ঞাতনামা ৫-৭ জনের বিরুদ্ধে এ বিষয়ে ঘাটাইল থানায় মামলা দায়ের করেছেন। এতে উল্লেখ করা হয়েছে, রবিবার ঘাটাইলের একটি বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান ছিল।
ওই বিদ্যালয়ের নবম শ্রেণির চার ছাত্রী বিদ্যালয়ে এসে পাহাড়ি এলাকায় ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দুপুর দেড়টায় তারা ঝড়কা গেলে তাদের সঙ্গে যোগ দেয় বন্ধু হৃদয় ও শাহীন। পরে তারা অটোরিকশাযোগে সাতকুয়া এলাকায় গেলে ৫-৭ জন ব্যক্তি তাদের ঘিরে ধরে।
তারা হৃদয় ও শাহীনকে মারধর করে তিন ছাত্রীকে ধর্ষণ করে। অপর একজনকে ভাগ্নির মতো দেখা যায় বলে তারা তাকে ধর্ষণ করা থেকে বিরত থাকে। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আটকে রেখে উপর্যুপরি ধর্ষণ করে পালিয়ে যায় ধর্ষকরা।
পরে ওই চার ছাত্রী তাদের একজনের নানীর বাড়িতে আশ্রয় নেয়। সেখান থেকে মোবাইল ফোনে অভিভাবকদের বিষয়টি জানালে তারা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ সেখান থেকে তাদের উদ্ধার করে।
আরও পড়ুনঃ আড়ংয়ে পোশাক পরিবর্তনের ভিডিও ধারণ,তরুণ আটক
টাঙ্গাইল জেনালে হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তানভীর আহমেদ জানান, তিন ছাত্রীকে হাসপাতালে আনার পর ভর্তি করা হয়েছে। শারীরিকভাবে কিছুটা ভালো থাকলেও মানসিকভাবে তারা বিপর্যস্ত। ডা. রেহেনা পারভীনকে প্রধান করে তিন সদস্যের মেডিকেল টিম গঠন করে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, ঘাটাইলে তিনজন স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। অন্যান্য আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে।