উদয়ন সংঘের উদ্যোগে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত


আলিপুরের উদয়ন সংঘের সাবেক সভাপতি ফরিদপুর জেলা আওয়ামী লীগ সাবেক অর্থ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাহবুবুর রহমান খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে উদয়ন সংঘের উদ্যোগ আজ রবিবার বাদ আসর আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও উদয়ন সংঘের সভাপতি শামীম হকের সভাপতিত্বে আলোচনা সভায়, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম নিলু , মরহুম মাহবুবুর রহমান খানের একমাত্র পুত্র তাবরিজ আহমেদ খান রিজেন্ট।
অনুষ্ঠান সচলনা করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও আলীপুরের স্থায়ী বাসিন্দা আলী আশরাফ পিয়ার।
সভায় বক্তারা মাহবুবুর রহমান খানের জীবন ও কর্ম তুলে ধরে আলোচনা করেন।
অনুষ্ঠানে পরবর্তী পর্বে উদয়ন সংঘের প্রয়াত সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মওলানা আব্দুল্লাহ আল মামুন।
এ সময় স্থানীয় এলাকাবাসী ছাড়াও বিভিন্ন স্থানে লোকজন উক্ত দোয়া ও মাহফিলে অংশগ্রহণ করেন।
ফরিদপুর জেলা প্রতিনিধি