পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চলমান ও আসন্ন সকল পরীক্ষা অর্নিদিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সারা দেশের করোনা পরিস্থির কথা বিবেচনা করে সরকার আগামী ২৪মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান ও আসন্ন সকল প্রকার পরীক্ষা স্থগিত করেছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর চলমান ও আসন্ন সকল প্রকার পরীক্ষা স্থগিত করার নির্দেশ দিয়েছেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম।
এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান বলেন, “সরকারের পক্ষ থেকে পরীক্ষা স্থগিত করার নির্দেশনা আসছে। ইবি প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।”
ইবিতে সকল পরীক্ষা অনির্দিষ্ট কালের জন্য স্থগিত ঘোষনা
