আলীকদমে ৩০ হাজার ইয়াবা উদ্ধার

আলীকদমে ৩০ হাজার ইয়াবা উদ্ধার

Generic placeholder image
  Ashfak

বান্দরবানের আলীকদমে সেনা সদস্যরা সাদা পোষাকে অভিযান চালিয়ে ৩০ হাজার পিচ ইয়াবা আটক করেছে। ২৩ নভেম্বর রাত ৯টার দিকে পানবাজার এলাকায় সিলটিপাড়ায় এক রোহিঙ্গা নাগরিকের বাসা চার্জ করে এগুলো পাওয়া যায়। এর সাথে জড়িত রোহিঙ্গা নাগরিক হাসান পালিয়ে যাওয়ায় কেউ আটক হয়নি।এর আগে পরপর এলিট ফোর্সের কয়েক দফা অভিযানে কিছু দিন ইয়াবা ব্যবসায়ীরা নিরব ছিল। আবারো মাদক কারবারিরা সক্রিয় হয়েছে, এমন ঈঙ্গিত সেনা সদস্যদের বুধবারের অভিযানে মিলেছে।
যোগাযোগ ব্যবস্থা উন্নতির ফলে মীয়ানমার সীমান্তবর্তী দুর্গম আলীকদমের গ্রাম হয়ে বিদেশী বিভিন্ন নেশা পন্যসহ পশুর পাল নির্বিঘ্নে চলে আসে উপজেলা সদরে। এসব পন্যের লেনদেনকে বাণিজ্যিক হিসেবেও নিয়েছে অনেকে। মুখোশ পরে অনেক নাম করা লোকেরা অল্প পুঁজিতে অথবা বিনা পুঁজিতে এইসব কারবারে জড়িয়ে আছে। গতানুগতিকতার বাহিরে সরকারের শক্তিশালী কোনো দেশ প্রেমিক গোয়েন্দা দলের তদন্তে বের হয়ে আসতে পারে অনেক ভয়ঙ্কর তথ্য।
জাহিদ হাসান,লামা(বান্দরবান)প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)