ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে প্রায় হারতে বসেছিল বাংলাদেশ।
শেষ পর্যন্ত আফিফ হোসেনের ব্যাটে ভর করে ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
ম্যাচটি মূলত জিতেছে তারুণ্যের ওপর ভর করেই। প্রায় হারতে বসা ম্যাচটা একাই জিতেয়েছেন ১৯ বছর বয়সী আফিফ হোসেন।
সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহরা যেখানে ব্যর্থ সেখানে আফিফ হোসেন ছিলেন উজ্জ্বল।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন আফিফ হোসেন। আফিফ বলেন, নিজের ব্যাটিং নিয়ে অবশ্যই সন্তুষ্ট কারণ ম্যাচ জেতানোর মতো একটি ইনিংস খেলেছি।
আরও পড়ুনঃবেড রুমের ছবি দুনিয়ার সামনে তুলে মহৎ কাজ করেননি বিরুশকা
নট আউট থাকতে পারলে নিজের কাছে আরও ভালো লাগতো। ইচ্ছে ছিল আমার মতো করে খেলবো, আমি সব সময় আমার মতো করে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করি, কেউই বাধা দেয়নি বিধায় ভালো খেলতে পারছি।