আবুধাবির টি ১০ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়েছে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। একই মঞ্চে এদিন পারফর্ম করেছেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আতিফ আসলাম, বলিউড তারকা রাকুল প্রীতসহ অনেকে।
গত ১৪ নভেম্বর অনুষ্ঠিত ওই জমকালো অনুষ্ঠানের শাকিব অংশ নেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্টের আমন্ত্রণে।
বাংলাদেশ সময় রাত ১০ টা নাগাদ মঞ্চে ওঠেন শাকিব। মঞ্চে উঠেই দলবল নিয়ে শাকিব খান তার অভিনীত ‘নাম্বার ওয়ান শাকিব খান’ গান দিয়ে পারফর্ম শুরু করেন।
আরও পড়ুনঃ অবশেষে হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিনের বিয়ে
এরপর জনপ্রিয় এ নায়ক তার অভিনীত ছবির ‘সোয়াগদে’, ‘পাগল মন’, ‘বেবি জান’ গানগুলোর সঙ্গে নেচে মাতিয়ে তোলেন স্টেডিয়ামের হাজারও দর্শক।