এবারের আইপিএলে বিদেশি ২৫৮ জন ক্রিকেটারের মধ্যে বাংলাদেশ থেকে আগ্রহ প্রকাশ করেছে ৬ ক্রিকেটার।
মুশফিকুর রহিম খেলতে আগ্রহ প্রকাশ না করায় এবং নাম নিবন্ধন না করায় বাংলাদেশি বাকি ছয় ক্রিকেটারকে নিলামে তোলা হতে পারে।
বাংলাদেশ থেকে আগ্রহ প্রকাশ করেছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ এবং সৌম্য সরকার।
আরও পড়ুনঃআইপিএলে সর্বোচ্চ পারিশ্রমিকের ক্রিকেটারদের তালিকা প্রকাশ
এই ৬ জনের মধ্যে কেবল তামিম আর মুস্তাফিজের আইপিএল খেলার অভিজ্ঞতা আছে। তামিম ২০১২ সালে পুনে ওয়ারিয়র্সের স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ হয়নি। আর মুস্তাফিজ খেলেছেন তিনবার।