শেষ ওভারের ওই থ্রো থেকে ছয় নয়, পাঁচ রান দেওয়া উচিত ছিল ইংল্যান্ডকে,দাবি করেছেন আম্পায়ার । ম্যাচ টাই। সুপার ওভার টাই।
ম্যাচে বেশি বাউন্ডারি মারার যুক্তিতে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। আইসিসির এই নিয়ম অনেকেই মানতে পারছেন না।
কেউ কেউ দাবি করেছেন, ‘যুগ্ম বিজয়ী ঘোষণা করলেই ভাল হত।’ রোহিত শর্মা, যুবরাজ সিংরা আইসিসির এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন।
তবে বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন যেভাবে ট্রোলড করেছেন আইসিসিকে, তা মনে রাখার মতো।
অমিতাভ বচ্চন একটি মজার টুইটে বলেছেন, ‘আপনার কাছে ২০০০ টাকা আছে। আমার কাছেও রয়েছে ২০০০ টাকা। আপনার কাছে ২০০০ টাকার একটি নোট।
আমার কাছে ৫০০ টাকার চারটি নোট। তাহলে কে বড়লোক? আইসিসি জবাব দেবে, যার কাছে ৫০০’র চারটি নোট রয়েছে সেই বেশি বড়লোক।’
আরও পড়ুনঃ কোহলিকে বিয়ের আসল কারণ জানালেন আনুশকা নিজেই
বেশি বাউন্ডারি মারার যুক্তিতে চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তাই অমিতাভ বচ্চনও এভাবেই ব্যঙ্গ করলেন আইসিসিকে।